দুস্থদের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

6

 

আলহাজ হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে সম্প্রতি উত্তর কাট্টলীস্থ আলহাজ মোস্তফা হাকিম কলেজ চত্বরে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রæপ ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক তরুণ শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে মনজুর আলম বলেন, গত ৪ নভেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জমান চৌধুরী বাবুর ১০ম মৃত্যুবার্ষিকী। আখতারুজ্জামান চৌধুরী বাবু একাধারে রাজনীতিক, শিল্পোদ্যোক্তা, সংগঠকসহ জীবনের নানা ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চারবার। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৪৫ সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন এই মহান ব্যক্তি। আমরা আজ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রæপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, উত্তর কাট্টলী মোস্তফা কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্কুল পরিচালনা কমিটির সদস্য নেছার আহাম্মদ প্রমুখ।
পরে অনুষ্ঠানে তৈয়বিয়া জামে মসজিদের খতিব ও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক সৈয়দ ইউনুছ রজবী আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।