‘দুর্যোগ মোকাবিলায় ইউডিআরটি সদস্যদের ভুমিকা রয়েছে’

24

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগ এর সহযোগিতায় চট্টগ্রাম জেলা ইউনিট এর আয়োজনে গত ৩০ নভেম্বর থেকে চারদিনব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) প্রশিক্ষণ এশিয়ান এস আর হোটেলে শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান।
জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মো. আবদুল মান্নান, জেলা রেড ক্রিসেন্টের উচ্চমান সহকারী রফিকুল কাদের সহ প্রশিক্ষকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, দুর্যোগ মোকাবিলায় ইউনিট পর্যায়ে ইউডিআরটি সদস্যদের গুরুত্ব রয়েছে। দুর্যোগ পূর্বকালীন, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী কার্যক্রমসমূহে অংশগ্রহণের মাধ্যমে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। বিজ্ঞপ্তি