দুর্যোগ মুহ‚র্তে জনগণের আশ্রয় স্থল সাইক্লোন সেল্টার : এমপি নজরুল

55

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মূহ‚র্তে অসহায় মানুষের কল্যাণার্থে সরকার প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন সেল্টার নির্মাণ করে থাকেন। এ সকল সাইক্লোন সেন্টারে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিচালনার সুযোগ করে দিয়ে শিক্ষার্থীদের পাঠগ্রহনে সুযোগ সৃষ্টি করে যাচ্ছেন। চন্দনাইশের বরমা এলাকা বর্ষা মৌসমে শঙ্খ নদীর তীরবর্তী হওয়ায় বন্যার কবলে পড়ে থাকে। সে বিষয়টি অনুধাবন করে বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সৌদি আরবের আইডিবি’র অর্থায়নে ৫ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ত্রিতল বিশিষ্ট দৃষ্টিনন্দন এ ভবনটি নির্মাণ করা হয়। গত ২ মার্চ সকালে ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শহীদুল আজম কাজেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, অধ্যক্ষ আবুল মনছুর হাবিব ও মীর মো. মহিউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ হোসেন।