দুর্যোগ প্রশমনে ভূমিকা রাখছে প্রশিক্ষিতরা

31

‘জলবায়ু পরিবর্তনের ফলে ঋতুতে যে পরিবর্তন এসেছে তাতে খাদ্যশস্য উৎপাদনে বিশাল প্রভাব পড়ছে। বৃষ্টির সময়ে বৃষ্টি না হয়ে অনাবৃষ্টি ও অনিয়মিত বৃষ্টির ফলে বায়ুমন্ডলে ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। ভৌগোলিক দিক বিবেচনা করলে চট্টগ্রাম সমুদ্র উপকূলবর্তী একটি জেলা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, খরা এসব প্রাকৃতিক দুর্যোগের আঘাত ও ক্ষতিকর প্রভাব নিত্য ব্যাপার হয়ে পড়েছে। তবে আমাদের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা দুর্যোগ প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতে এসব প্রাকৃতিক দুর্যোগগুলোর ক্ষয়ক্ষতি কমানোর জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেবামূলক এই কাজকে আরো ত্বরান্বিত করতে হবে।’
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দিবসটিকে সামনে রেখে নানান কর্মসূচি পালন করা হয়। ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যে কর্মসূচির মধ্যে ছিল দুর্যোগ প্রশমন দিবসের সচেতনতার লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। শোভাযাত্রাটি নগরীর আন্দরকিল্লাস্থ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মাঠে এসে শেষ হয়।
এরপর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান ও সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ডা. শেখ শফিউল আজম। অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খাঁন, চট্টগ্রাম সিটি ইউনিট লেভেল অফিসার আজরু উদ্দিন সফদার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন এর প্রশাসনিক কর্মকর্তা আশরাফ ঊদ-দৌলা, জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জহিরুল কাইয়ুম চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সাজ্জাদ ।
সবায় প্রধান অতিথি জানান, আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলা নিয়ে পটিয়া উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজে ১ম আন্তঃউপজেলা যুব রেড ক্রিসেন্ট প্রশিক্ষণ ক্যাম্প-২০১৯ চট্টগ্রাম ও আগামী জানুয়ারিতে চতুর্দশ জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০২০ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি