দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর নামই লায়নিজম : লায়ন রুপম কিশোর

10

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রধান উপদেষ্টা লায়ন রুপম কিশোর বড়–য়া বলেছেন, করোনা আমাদের মানবিকতাবোধ জাগ্রত করেছে। আমরা মাটি ও মানুষের জন্য কাজ করছি। দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর নামই লায়নিজম। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাব সেবার হাত সবসময় সম্প্রসারিত করেছে সুবিধাবঞ্চিত মানুষের সেবায়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রধান উপদেষ্টা লায়ন রুপম কিশোর বড়–য়া পিএমজেএফ, পিডিজি এর ৭৬ তম জন্মবার্ষিকী গত ৬ জুন কনফিডেন্স সিমেন্ট অফিস ভবনে উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪ এর নবনির্বাচিত গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, নবনির্বাচিত দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এস এম শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, নবনিযুক্ত ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, নবনিযুক্ত ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু পিএমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ আলী এমজেএফ ও লায়ন আবু মোর্শেদ, কনভেনশন চেয়ারম্যান লায়ন মোসলেহ্ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ক্লাব সভাপতি লায়ন শুভ নাজ জিনিয়া এমজেএফ, জোন চেয়ারপারসন আব্দুর রহিম, ২০২১-২০২২ বর্ষের ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ শাহ আলম এমজেএফ, লায়ন আশরাফুল ইয়াসিন এমজেএফ, ক্লাব সেক্রেটারী লায়ন মাইনুল হাসান, লায়ন গাজী লোকমান হোসেন, লায়ন রেশমি প্রমুখ। কনফিডেন্স সিমেন্টের বোর্ড কক্ষে অনুষ্ঠানে সবাই লায়ন রুপম কিশোর বড়ুয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি