দুর্ঘটনার দুইদিন পর ছাত্রলীগ নেতার মৃত্যু

8

কর্ণফুলী প্রতিনিধি

দুর্ঘটনার দুইদিন পর কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা আরমান হোসেন জিকু মারা গেছেন। গত ১৮ জুন রাত ২টার দিকে রাজাখালী মোড়ে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরমান হোসেন জিকু ও তার বন্ধু মোহাম্মদ জুয়েল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জিকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গত সোমবার রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত ছাত্রলীগ নেতা কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের কর্মী, বকুল চেয়ারম্যান সমর্থন গোষ্ঠী ও কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার মৃত্যুতে নিজ এলাকা শিকলবাহাসহ কর্ণফুলী উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, কর্ণফুলী উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন রানা, হারুন পাটোয়ারী, শিকলবাহা ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল খালেক জুয়েল, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহŸায়ক সাজ্জাদ হোসেন সাজিদসহ কর্ণফুলী উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। সকলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।