দুর্গা পূজা উপলক্ষে ভোগপণ্য ও বস্ত্র বিতরণ

35

চন্দনাইশ:
আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা উৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করার আহবান জানান। বর্তমান সরকার প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যথারীতি পালনের জন্য সকল প্রকার প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে থাকে। সে ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে চন্দনাইশের ১২৪টি মন্দিরে ভোগ্য পণ্য বিতরণ করা হয়। প্রতিটি মন্দিরে ৫শ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর সকালে দোহাজারী সদরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে চন্দনাইশে ১২৪টি পূজা মন্ডপে ভোগ্য পণ্য বিতরণ অনুষ্ঠান পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, প্রধান শিক্ষক বিঞ্চু যশা চক্রবর্তী, আবদুর শুক্কুর, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, কৃঞ্চ চক্রবর্তী, সুব্রত বড়ুয়া প্রমুখ।

পশ্চিম গুজরা ইউনিয়ন:
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ হিন্দুদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। গত বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পশ্চিম গুজরাস্থ মীরধারপাড়া চেয়ারম্যান বাড়িতে এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরন করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রিটন দে, সমাজ সেবক মো. রফিক, যুবলীগ নেতা আকবর আলী জয়, রাউজান উপজেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন তৌহিদ, শাওন বড়ুয়া মুন্না, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ তৃষাদ, ইব্রাহিম, আরমান, আমজাদ, সুজিত বড়ুয়া, নেয়ামত, রিমন, রায়হান, মারুফ, নাঈম, আজাদ।