দুরন্ত ও সেভ দ্য চিলড্রেন-এর ‘স্বপ্নঘুড়ি’

96

দুরন্ত টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার, দুপুর ২.০০টায় ও রাত ৯:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে দুরন্ত ও সেভ দ্য চিলড্রেন-এর যৌথ পরিবেশনায় ধারাবাহিক নাটক ‘স্বপ্নঘুড়ি’। নাটকটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন এবং নাট্যরূপ দিয়েছেন রন্তিক বিপু। শিশুদের ভিন্নমাত্রার একটি কাহিনী নিয়ে ধারাবাহিক এই নাটকটি নির্মিত। মানুষের ব্যক্তিত্বের বুনিয়াদ গড়ে ওঠে শিশুকাল থেকে। আনন্দময় শৈশবই উপহার দিতে পারে সুন্দর ভবিষ্যৎ। ভয়ভীতি বা শাস্তি তা যেভাবেই হোক না কেন, শিশুর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে থাকে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে হলে তাদের কাছে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে নিরাপদ ও আনন্দময়। একজন শিশুর জন্য শিক্ষা যেমন জরুরি, খেলাধুলাও তেমন জরুরি। খেলা শিশুর কল্পনাশক্তিকে, সৃজনশীল চিন্তাকে প্রসারিত করে, সমস্যা সমাধান, আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার প্রতি ইতিবাচক ধারণা তৈরিতে সহায়তা করে। এই বিষয়গুলো ধারাবাহিক নাটক ‘স্বপ্নঘুড়ি’র মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সবার কাছে। নাটকটিতে অভিনয় করেছেন শিশুশিল্পী ওমর ফারুক আলভী, প্রীনন বিশ্বাস, ফারজানা মীম, লুৎফর রহমান জর্জ, সানজিদা প্রীতি, আনিসুল হক বরুণ ও সাহানা সুমীসহ অনেকে।