দুবাইয়ে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির মিলনমেলা

11

প্রবাস জীবনের কর্মব্যস্ততায় সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করার মন মানসিকতা থাকলেও অনেক সময় সেই সুযোগ হয়ে উঠে না। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ হয় ১৫ জানুয়ারি দুবাই মুশরিফ পার্কে। প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আনন্দ মিলনমেলা অনুষ্ঠানটিতে দুবাই, সারজা, আজমান, ফুজিরা সহ প্রতিটি প্রদেশ থেকে সপরিবারে বিপুল সংখ্যক প্রবাসী রাঙ্গুনিয়াবাসীর উপস্থিতি ছিল। অনুষ্ঠানে ছিল ছোট-বড় ছেলেমেয়েদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলাসহ বাংলা সংস্কৃতি ঐতিহ্যের খেলাধুলা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দুপুরে ছিল খাবারের আয়োজন। এর পরথেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম খেলাধুলায় মুখরিত হয়ে উঠে পুরো পার্ক। আলোচনা সভায় সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, রাঙ্গুনিয়া সমিতির প্রধান উপদেষ্টা ব্যবসায়ী জালাল উদ্দিন মদিনা, প্রকৌশলী আবু নাসের, দুবাই বাংলাদেশ সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সবুর, প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, সারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, ইসমাইল গণি চৌধুরী, মাহাবুব আমল মানিক সিআইপি, মোহাম্মদ আজিম উদ্দিন, কাজী মোহাম্মদ আলী, সাইফুদ্দিন আহমেদ, জেসমিন আকতার সিআইপি, নাসির রেজা খান, মোহাম্মদ আনিস, কাউছার নাছ, লে.(অব.) গুলশান আরা, প্রকৌশলী আবু হেনা, হামিদ আলী, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, আনিসুল ইসলাম, মোহাম্মদ আজম খান, নুর নবী, মোহাম্মদ আজিজ হায়দার, আবদুল কাদের, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ। বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবর, সংগঠক জাফর ইকবাল তালুকদার, মোহাম্মদ ওসমান গণি, রিয়াজুল করিম রানা, মোহাম্মদ ফয়েজ আহমেদ, আরিফুল ইসলাম, ফজলুল করিম রানা, সাইফুল ইসলাম সাইফু, চৌধুরী বোরহান, আবদুর রহিম, পেয়ার মোহাম্মদ, হুমায়ুন কবির ময়ুর, মোহাম্মদ নুরুল আমিন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।-ইউএই প্রতিনিধি