দুবাইয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী দেশের ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের কাজ করতে হবে

17

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করতে হবে। গত ২৫ অক্টোবর দুবাই রেডিসন ব্লু হোটেল হলরুমে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী এবং প্রকৌশলী তৈয়ব আলী তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, ওয়ার্ল্ড সিআইপি এসোসিয়েশন প্রেসিডেন্ট মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, অতিরিক্ত সচিব আবদুল কাদের, উপসচিব ড. নাসিদ রেজওয়ানা মনি, দুবাই কনস্যুলেট লেভার কাউন্সেলর ফাতেমা জাহান, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতি সারজা সভাপতি আবুল বাশার, পরিষদের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি জিএম জাইগীরদার। বক্তব্য দেন কার্যকরী সদস্য আমিরুল ইসলাম এনাম, উপদেষ্টা ওয়াহিদুজ্জামান বাবুল, অভিষেক কমিটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, মহিউদ্দিন ইকবাল, আবু নাসের, প্রকৌশলী মুরশেদ, প্রকৌশলী শহিদুল হক, জাকির হোসেন চুট্টু, শাহ মোহাম্মদ মাকসুদ, ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, নাসির উদ্দিন কাউসার, মৌলানা সাদিকুর রহমান চৌধুরী, উপদেষ্টা আব্দুল মালেক (মলিক), আব্দুল লতিফ, মুস্তাফিজুর রহমান চৌধুরী, অনুকূল রাম, হাজি আমিন আলী, গোলাম মুস্তফা জায়গীরদার (মিন্টু), ইকরামুল করিম চৌধুরী মিশু, প্রকৌশলী আব্দুর নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, ফারুক আহমেদ, চুনু মিয়া, আব্দুল কুদ্দুস খাঁ (মজনু), রেজাউর রহমান রাজ্জাক, কাছন আলী হাছান, খন্দকার হুমায়ুন কবীর, শাহীন আহমেদ তালুকদার, মাহতাব উদ্দিন, শহিদুল হক সোহেল, আজিম মাস্টার, সালেহ আহমেদ তালুকদার, নাজমুল ইসলাম, মৌলানা শামীম আহমেদ, আমিনুল হাসান খান, খলিলুর রহমান খলু, আব্দুর রউপ সোহেল, মখলিছ মিয়া, জুবায়ের আহমেদ, মাহমুদুর রশিদ সুমন, সুলতান আহমেদ, শামীম আহমেদ, কামরান আনোয়ার, এম এ মুকিদ সাইদুল, এম এ বাছিত, রফিক আহমেদ, মির্জা আবু সুফিয়ান, আলি হোসেন, দুলাল আহমেদ, হোসেন আহমেদ, ইসলাম উদ্দিন, ইকবাল উদ্দিন, বাবুল মিয়া, সামাদ সোহেল, ইসমাইল আলী, ইলিয়াস আমির আলী, মো. সোহেল, মুহিবুর রহমান ছোটন, তাইজুর রহমান, জবরুল ইসলাম প্রমুখ।