দুবাইয়ে আন্তর্জাতিক ঋষিক্ম্ভু ও কুম্ভমেলার প্রচার কার্যক্রম শুরু

10

আরব দেশের দুবাইয়ে একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা প্রচার কার্যক্রম শুরু হয়েছে। প্রচার কার্যক্রমের মধ্যদিয়ে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত ১২দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার বর্ণাঢ্য কর্মসূচি তুলে ধরা হয়। ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের আদেশে প্রচার কার্যক্রম শুরু করেন ঋষিধামের ভক্ত সংগঠক বিশ্বজিৎ দত্ত (বাবু)। তিনি গত ২৬ ও ২৭ নভেম্বর শারজাহ গীতা সংঘ ও ডেরা দুবাইয়ে জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী পার্থ সারথী গীতা সংঘের পূজারী প্রদীপ ভট্টাচার্য্য, আলাইন মরুতীর্থ গীতা সংঘের সভাপতি জগদীশ চন্দ্র, সৌরভ দত্ত, সজল দাশ, বিজন দাশ, শিমুল দাশগুপ্ত, রিংকু, বাসুদেব, লিটন, সুমন, জুয়েল, রিপন, নয়ন, সুভাষ, জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের সভাপতি সুনিল কুমার শীল, প্রকাশ দেবনাথ, উপদেষ্টা শ্যামল কান্তি দাশ, বিশ্বজিৎ দে বাবু, বিকাশ দেবনাথ, রাজু শীল, অনুপ দেবনাথ, শিপন কর্মকার, দিলীপ ধর, প্রদীপ শীল, সুমন দেবনাথ, কেশব সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি