দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়া?

49

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন দাবি করেছে, বিশ্বে প্রথম দেশ হিসেবে আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া। এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ থাকলেও আগামী ১০ আগস্ট বা তারও আগে এই ভ্যাকসিনটি অনুমোদন দেওয়া হতে পারে বলে সিএনএনকে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। মস্কোভিত্তিক গামালিয়া ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরি করেছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে স¤প্রচারমাধ্যমটি জানিয়েছে, জনগনের জন্য ভ্যাকসিনটি উন্মুক্ত করা হলেও প্রথমে তা স্বাস্থ্যকর্মীদের মতো সামনের কাতারের কর্মীরাই আগে পাবেন। বিশ্বের কোটি কোটি মানুষ মনে করে একটি কার্যকর ভ্যাকসিন পাওয়া গেলেই করোনাভাইরাস মহামারির অবসান হবে। আর তা উদ্ভাবনে বিশ্বজুড়ে চলছে দেড় শতাধিক প্রচেষ্টা। এর মধ্যে প্রায় ২৪টি ভ্যাকসিন মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই বছরের শেষ নাগাদ অন্তত একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন পাওয়ার বিষয়ে আশার কথা শোনালেও নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এর মধ্যেই রাশিয়া প্রথমবারের মতো করোনার টিকা চূড়ান্ত অনুমোদনের কথা জানালো। রাশিয়ার এই ভ্যাকসিন তৈরি ও গবেষণা কাজে অর্থায়ন করেছে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল। সোভিয়েত আমলে ১৯৫৭ সালে বিশ্বের প্রথম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ সফলতার দিকে ইঙ্গিত করে তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ ‘এটি একটি স্পুটনিক মুহূর্ত।’ তিনি বলেন, ‘স্পুটনিকের হুইসেল শুনে আমেরিকানরা অবাক হয়েছিল।