দুই সন্তানের লাশ উদ্ধার মা এখনো নিখোঁজ

8

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পাহাড়ের রাঙাঝিরিতে গোসলের সময় স্রোতের পানিতে ভেসে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার হলেও তাদের মা এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে রাঙ্গাঝিরির মাথা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা জুমের জমি থেকে বাড়ি ফেরার পথে বান্দরবান সদর ইউনিয়নের সাইংঙ্গ্যা ত্রিপুরা পাড়া এলাকার রাঙাঝিরি পাহাড়ি ছড়ায় গোসল করতে নামে একই পরিবারের ৪জন। এসময় ঝিরির পানির স্রোতে দুই শিশুসহ মা নিখোঁজ হন। তারা হলেন- কৃষ্ণতী ত্রিপুরা (৪৫)তার মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২) ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)। তাদের সাথে থাকা আহত অবস্থায় রাংখাতি ত্রিপুরা রক্ষা পেয়েছেন। নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরা খোঁজে এখন অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে বান্দরবানে ভারী বৃষ্টিপাত হয়েছে। বান্দরবান সদর ইউনিয়নের সাইংঙ্গ্যা ত্রিপুরা পাড়া এলাকার জুম খামার থেকে ফেরার পথে রাঙ্গাঝিরিতে একই পরিবারের ৪ জন গোলস করতে নামলে পানির স্রোত ভেসে যায় মা, এক মেয়ে ও এক ছেলে। এ সময় আহত অবস্থায় নিখোঁজ কৃষ্ণতী ত্রিপুরার ছোট বোন রাংখাতি ত্রিপুরা রক্ষা পেয়ে পাড়ায় এসে সবাইকে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন।
মিলনছড়ি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল কাদের জিলানী বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেছি। তবে দুই শিশুর লাশ উদ্ধার হলেও এখনো মা নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।