দুই মুক্তিযোদ্ধাসহ ৩০ জনকে দাফন গাউছিয়া কমিটির

24

 

রাঙ্গুনিয়ার ইসলামপুরে পরিত্যক্ত ঘরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ মঘাছড়ির একটি কবরস্থানে দাফন করেছে ইউনিয়ন গাউছিয়া কমিটির একটি মানবিক টিম। ৪ আগস্ট সকালে ওই মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য মাস্টার আবুল কালাম বলেন, পরিচয়হীন ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিয়য়টি জানান। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় অবগত করি। ওসি মাহাবুব মিল্কী বলেন, গাউছিয়া কমিটির মানবিক টিম মরদেহটি দাফন করেছে।
এছাড়া নগরীর মেহেদীবাগে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব মিয়া ও পটিয়ার বীর মুক্তিযোদ্ধা সুবেদার নায়ক মেজর (অব.) সোনা মিয়া শেখের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। দাফনে সহায়তা করে গাউসিয়া কমিটির পাঁচলাইশ টিম ও পটিয়া মানবিক টিম। মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ও অজ্ঞাত ব্যক্তির (নারী-পুরুষ) মরদেহ কাফন-দাফন সম্পন্ন করেছে এই সংগঠন। বিজ্ঞপ্তি