দুই মাস বেতন পাননি মারছা বাস কাউন্টারের কর্মীরা

167

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীদের জনপ্রিয় পরিবহন মারছা। যথাসময়ে গন্তব্যে পৌঁছে যায় বলে যাত্রীরা এ গাড়িকে আগে বেছে নেন। যাত্রীতে সব সময় পরিপূর্ণ থাকলেও পরিবহনটির কাউন্টারে সেবা দেওয়া কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না দুই মাস ধরে। প্রায়ই তাদের বেতন নিয়ে করা হয় গড়িমসি। পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন আগেও গত মার্চ মাস ও চলতি মাসের বেতন এখনও পাননি তারা। কাউন্টারের কর্মীদের অভিযোগ, ঈদ চলে আসলেও বোনাস তো দূরের কথা, মার্চ-এপ্রিলের বেতনও দেওয়া হয়নি তাদের। গতকাল বৃহস্পতিবার হতাশার সাথে মারছা পরিবহনের কয়েকজন চাকরিজীবী এসব অভিযোগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে শাহ আমানত সেতু কাউন্টারের একজন কর্মী পূর্বদেশকে বলেন, ‘পর্যাপ্ত পরিবহন রয়েছে মারছা বাস মালিকের। নিয়মিত যাত্রী ও টিকেট বিক্রি হওয়ায় কোন লসে নেই তারা। সব সময় যাত্রীতে ভরপুর, খুব ভালো ব্যবসা হচ্ছে। কিন্তু আমাদেরকে বেতন দিতে গড়িমসি করে সব সময়।’
বেতন কেন বন্ধ রাখা হয়েছে জানতে মারছা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীরের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তাকে সাংবাদিক পরিচয়ে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে চেয়ে এসএমএস পাঠানো হয়, তাতেও কোনো উত্তর দেননি তিনি। তবে মারছা পরিবহনের মহাব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিক পূর্বদেশকে বলেন, ‘বেতন দেয়া হচ্ছে না তা সত্য।এটা তো মালিক পক্ষের সিদ্ধান্ত, আমি তেমন কিছু জানি না। তবে আগামীকাল (শুক্রবার) বেতন বোনাস দিতে পারে।’