দুই পোর্টালের বিরুদ্ধে আলাউদ্দিন তাহেরের মামলা

5

মানহানিকর সংবাদ পরিবেশন করায় দুটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন শিল্পী আলাউদ্দিন তাহের। গত সোমবার দুটি পৃথক মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে। প্রথম মামলায় আসামি করা হয়েছে বিডিনিউজ টিভি ২৪ডটকমের চীফ এডভাইজার মো. আবদুর রহিম, চেয়ারম্যান মো. রিয়াদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রতিনিধি মো. মোস্তাফিজকে। আরেক মামলায় আসামি করা হয়েছে দৈনিক জামালপুর নিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক রাশেদুল ইসলাম এবং জাহিদুল ইসলামকে। বাদি আলাউদ্দিন তাহের তার আর্জিতে উল্লেখ করেন, এই নিউজ পোর্টাল দুটি তার নামে মানহানিকর সংবাদ পরিবেশন করে, যা তার সম্মানহানি করেছে। তিনি তার আর্জিতে উল্লেখ করেন, দীর্ঘ ৩৩ বছর ধরে সংগীত সাধনা করে আসছেন। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। বিজ্ঞপ্তি