দুইদিন পর ঘর থেকে বের হলেন টাইগাররা

4

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার ভোরে পৌঁছানোর পর দুইদিন ঘর বন্দি থাকতে হয়েছে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকদের। অবশেষে বন্দিদশা থেকে বের হওয়ার সুযোগ পেলেন টাইগাররা। তবে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ১৪ দিন। ক্রাইস্টচার্চে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদদের বর্তমান ঠিকানা ‘শ্যাডো বাই পার্ক হোটেল। প্রথম দুই দিন যে যার রুমেই আবদ্ধ ছিলেন।
করোনা পরীক্ষা করে সবার নেগেটিভ আসায় গতকাল থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেয়া হয়েছে। দুইদিন ঘর বন্দি থাকার পর বাইরে বের হয়ে সতেজ অনুভূতি টাইগার পেসার তাসকিন আহমেদের। তিনি জানান, ‘ভালো লাগছে যে টানা দুইদিন একদম বন্দি রুমে থাকার পর প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসায় আমাদের হাঁটতে দিয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। এরপর আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব।’