দুইদিনে আড়াই লাখ টাকা জরিমানা

38

সড়কে শৃঙ্খলা ফেরাতে অব্যাহত রয়েছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গত দুইদিনে নগরী ও নগরীর প্রবেশমুখে ৬ স্পটে অভিযান চালিয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছেন পৃথক তিন আদালত।
বিআরটিএ সূত্রে জানা গেছে, দুইদিনে ১২৫ মামলার বিপরীতে দুই লাখ ৫৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে গতকাল সোমবার নগরীর গনি বেকারি এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর। তিনি ১৬টি যানবাহনকে মামলা দিয়ে ৪৫ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন।
একইদিন নগরীর প্রবেশমুখ বালুছড়া সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯ মামলায় ৩১ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এবং নগরীর কাটগড় এলাকায় অভিযান চালিয়ে আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ২৫ মামলার বিপরীতে ৪৩ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে গত ১৭ ফেব্রæয়ারি নগরীর সিনেমা প্যালেস, জামাল খান ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬৫ মামলার বিপরীতে এক লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।