দুইঘণ্টা আটকা মহানগর গোধূলী যাত্রীদের দুর্ভোগ

9

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ত্রুটি থাকায় সীতাকুন্ডের ভাটিয়ারিতে দুইঘণ্টা আটকে ছিল চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর গোধুলী ট্রেন।
গতকাল ৩টার দিকে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটির স্বাভাবিক সময়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছার কথা ছিল।
যাত্রাপথে আটকে থাকায় অসহনীয় দুর্ভোগ সয়ে প্রায় দুইঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছেছেন যাত্রীরা। রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক মো. আবিদুর রহমান পূর্বদেশকে বলেন, ‘যাত্রাপথে লাইনে ত্রুটি-বিচ্যুতি থাকায় ট্রেনটি থামানো হয়েছিল। পরে লোকজন গিয়ে লাইন ঠিক করলে দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে লাইন ক্লিয়ার হয়। ততক্ষণ গাড়ি লাইনেই ছিল।’ ভাটিয়ারি রেলস্টেশনের মাস্টার সজীব দাশ পূর্বদেশকে বলেন, ভাটিয়ারি স্টেশনের কাছাকাছি পয়েন্টে একটু সমস্যা হয়েছিল। বড়ধরনের কোনো সমস্যা হয়নি। লাইন বাঁকা হয়েছিল।
ট্রেনের যাত্রী আফজাল হোসেন বলেন, ট্রেনটি যথাসময়ে স্টেশন ছেড়ে আসলেও ভাটিয়ারির কাছাকাছি স্থানে এসে আটকে যায়। এতে ট্রেনে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ট্রেন ছাড়ার আগে লাইন দেখার নিয়ম থাকলেও সেটি না দেখার কারণে যাত্রীদের গন্তব্য পৌঁছতে বিলম্বিত হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকেও রক্ষা পেয়েছেন যাত্রীরা।