দীর্ঘ ৩৩বছরের চাকুরী জীবন শেষে অবসরে সন্দ্বীপের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, নতুন স্বাস্থ্য কর্মকর্তা ডা: মানস বিশ্বাস

34

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম দীর্ঘ ৩৩বছরের চাকুরী জীবনকে বিদায় জানিয়ে অবসর নিয়েছেন। এরই সাথে নতুন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা: মানস বিশ্বাস। সোমবার ৩১অক্টোবর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফজলুল করিম’কে বিদায় জানানো হয়। এবং সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা: মানস বিশ্বাস’কে স্বাগত জানানো হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডা: মানস বিশ্বাসসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফজলুল করিম ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৩বছর চাকুরি জীবনের পুরোটা সময় পার করে দিয়েছেন সন্দ্বীপের সাধারণ মানুষের সেবায়। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পার করেছেন চাকুরি জীবন। বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপ ভৌগোলিক কারণে স্বাস্থ্য খাতে এখনো দুর্বল। নেই কোন জরুরী বিভাগ। মূল ভূখণ্ড থেকে বিছিন্ন হওয়ার কারণে শহরে নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। রাতবিরাতে কেউ অসুস্থ হলে ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। কিন্তু রাত যতই হউক না কেন নিজে মোটরসাইকেল নিয়ে ছুটে যেতেন সন্দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সন্দ্বীপের মানুষের মুখে মুখে একটি কথা সব সময় প্রচলিত যে, ডা: ফজলুল করিম হয়তো বা একটু রাগী। তবে সন্দ্বীপের যেকোন প্রান্তে রাত যতই হউক ছুটে যেতেন রোগী দেখতে। বিপদে আপদে সব সময় উনাকে সাথে পেয়েছে এই দ্বীপের মানুষ। সাবেক এই স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি পূর্বদেশকে জানান, আমি আমার দায়িত্ব পালন করেছি। এখানকার সাধারণ মানুষের সেবা প্রদান করার চেষ্টা করেছি। আর এটা আমার দায়িত্ব। তবে ভবিষ্যতেও এখানে থেকে মানুষের সেবা করার ইচ্ছে রয়েছে। এদিকে সদ্য যোগদানকৃত স্বাস্থ্য কর্মকর্তা ডা: মানস বিশ্বাস বলেন, সন্দ্বীপের স্বাস্থ্য বিভাগে যে সমস্যা গুলো রয়েছে বা যেসবের ঘাটতি রয়েছে তা সমাধানের চেষ্টা করবো। এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবো।