দীঘিনালা জোন ৪ ই বেঙ্গলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

13

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ ই বেঙ্গলের (দি বেবি টাইগার্স) ৬০তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে এক বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুরে দীঘিনালা জোন সদরে ৪ ই বেঙ্গলের আয়োজনে এ অনুষ্ঠনে অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, পিএইচডি, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা. মাহমুদা বেগম লাকী, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রমুখ।
এসময় জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান ৪ ই বেঙ্গলের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৬৩ সালের এইদিনে দি বেবি টাইগার্স (৪ বেঙ্গল) এর জন্ম হয়। এই বেঙ্গল থেকে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে শহীদ হন সিপাহী মোস্তফা কামাল, তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হয়।
ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, দি বেবি টাইগার্স (৪ ই বেঙ্গল) প্রতিষ্ঠার পর থেকে দেশমাতৃকায় অনেক অবদান রেখেছে। মহান স্বাধীনতা যুদ্ধে অনেক সেনা নিহত হয়েছেন। পার্বত্য অঞ্চলে ৭ম বারে কাজ করছে। এই বেঙ্গলের অবদান প্রশংসার দাবিদার। ৪ ই বেঙ্গলের ভবিষ্যতে সাফল্য কামনা করেন তিনি। আলোচনা সভা শেষে সকল আমন্ত্রিত অতিথি প্রতিভোজে অংশ নেন।