দীঘিনালায় মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান সপ্তাহ উদ্বোধন

46

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায়ও দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গত ২৫ জুলাই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দীঘিনালা ডিগ্রি কলেজ সামনের রাস্তার দুই পাশ পরিচ্ছন্ন মধ্যদিয়ে অভিযান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মুহাম্মদ কাশেম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কৃর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, দীঘিনালা ডিগ্রি কলেক অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা, দীঘিনালা উপজেলাপরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বোয়ালখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জসীম, প্রকল্প বাস্তবায় কর্তকর্তা মো. কাউছার আলম সরকার, বোয়ালখালী ও দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চৌধুরী, আনসার ভিডিপি অফিসার রোকেয়া বেগম প্রমুখ। এছাড়াও রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিট এর সদস্য ও দীঘিনালা ডিগ্রি কলেজের রোভার স্কাউট সদস্যরা পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান সপ্তাহ উদ্বোধন সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মুহাম্মদ কাশেম বলেন, সারাদেশে যে ভাবে মশার উপদ্রপ বেড়ে গেছে। ডেংগু জ্বর ছিল শহরের এখন গ্রাম চলে এসে তাই বাড়িঘর, হাট-বাজার যেখানে মশার জন্মায় ময়লা আর্বজনা পরিচ্ছন্ন রাখতে হবে। ইসলাম ধর্মে পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। এর আগে উপজেলার কলেজ সংলগ্ন রাস্তার পাশে ডাস্টবিন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ।