দীঘিনালায় ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

9

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহম্মেদ, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী নতুন বাজারচৌধুরী জেসমিন চৌধুরী, দীঘিনালা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জানতে হবে এবং ভোক্তাদের সচেতন হতে হবে।