দীঘিনালায় নিখোঁজ মোস্তফাকে খুঁজে পেতে মানববন্ধন

14

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকা থেকে দিনমজুর মো. মোস্তফার নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ সময় পেরিয়ে যাওয়ায় তাকে অতিসত্বর বের করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, দীঘিনালা উপজেলা। বৃহস্পতিবার (১১মে) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা বাবুছড়া বাজারে দীঘিনালা নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে দীঘিনালা উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সদস্য সচিব এস.এম মাসুম রানা, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি জালাল আহম্মেদ, দীঘিনালা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুর আলম হীরা প্রমুখ। গত ৬ মে ভোরে বাড়ি থেকে বের হয়ে দীঘিনালা, বাবুছড়ার নুনছড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হয় মোঃ মোস্তফা। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে সকলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার ৬ দিন অতিবাহিত হলেও মোঃ মোস্তফাকে না পাওয়ায় তার ২ ছেলে, ১ কন্যা, স্ত্রী, ভাই-বোন সকলে এখন শোকে মুহ্যমান। তবে এ বিষয়ে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সচেতনতার সাথে দায়িত্ব পালন করে আসছে বলে জানা যায়।