দীঘিনালায় জেএসএসকর্মীকে পিটিয়ে হত্যা

51

খাগড়াছড়ির দীঘিনালায় কিরণ চাকমা (৪২) নামের এক জেএসএস সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিরণ চাকমা (ওরফে মনাইয়া) উপজেলার অনিন্দ্য কার্বারী পাড়া গ্রামের জয়ন্ত কার্বারীর ছেলে। তিনি জেএসএস মেরুং ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। এ ঘটনায় জেএসএস (এমএন লারমা পক্ষ) ইউপিডিএফ (প্রসিত পক্ষ)কে দায়ী করলেও ইউপিডিএফ ঘটনার দায় অস্বীকার করেছে।
জানা যায়, নিহত কিরণ চাকমাকে বাড়ি থেকে ইউপিডিএফ প্রসিত পক্ষের লোকজন পানছড়ি এলাকায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে কিরণকে পিটিয়ে হত্যা করে।
ইউপিডিএফ প্রসিত গ্রুপের জেলা সংগঠক মাইকেল চাকমা অভিযোগ অস্বীকার করে জানান, হত্যাকান্ড জেএসএস এর অভ্যন্তরীণ কোন্দলে ঘটে থাকতে পারে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।