দীঘিনালায় জাতীয় পরিসংখ্যান দিবসের র‌্যালি

5

দীঘিনালা প্রতিনিধি

পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মটি বাংলাদেশ গঠন’ এবারের প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি করা হয়েছে।
সোমবার(২৭ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও দীঘিনালা উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ এর চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা পরিসংখ্যান সহকারী অফিসার ধর্ম জ্যোতি চাকমা। এছাড়া জনশুমারি ও বিভিন্ন জরিপ কাজে অংশ গ্রহণকারী সুপারভাইজার ও গননাকারীরাও র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।