দীঘিনালায় কার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

27

দীঘিনালা প্রতিনিধি

‘সমৃদ্ধ দীঘিনালা গড়তে দক্ষ জনবল জাতির মনোবল’ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উদ্বোধন করা হয়েছে কার ড্রাইভিং প্রশিক্ষণ।
বুধবার(১ফেব্রæয়ারি) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের বাস্তবায়নের কার ড্রাইভিং প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, যুব রেড ক্রিসেন্টের দীঘিনালা সমন্বয়কারী সাংবাদিক পলাশ বড়ুয়া, যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিটের যুব প্রধান মো. হাসান মোর্শেদ রিফাত।
এতে প্রথম ব্যাচে যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা ইউনিট ও দীঘিনালা রোভার স্কাউটস এর ৬০ জন প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, দীঘিনালায় শিক্ষিত যুব- যুবতীদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য কার ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রথম ব্যাচে ৪০ জন নিয়ে কার ড্রাইভিং প্রশিক্ষণ চালু করা হয়েছে, কার ড্রাইভিং প্রশিক্ষণ ফলপ্রসূ করার জন্য আলোচনা করা হচ্ছে।