দিল্লির কনসার্ট বাতিল পাপনের

21

বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল’র (সিএবি) ঘটনায় কারফিউ, বিক্ষোভ ও সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠেছে আসাম। তাই মন ভালো নেই সংগীতশিল্পী পাপনের। শুক্রবার ভারতের নয়াদিল্লির মঞ্চে উঠার কথা ছিল পাপনের। গানে গানে সেখানের দর্শক-শ্রোতাদের মাতানোর কথা ছিল বলিউডের জনপ্রিয় এই গায়কের। কিন্তু তার জন্মস্থান আসামের ভয়াবহ পরিস্থিতির বিবেচনা করে দিল্লির কনসার্ট বাতিল করেছেন তিনি।
বৃহস্পতিবার একাধিক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন পাপন। প্রথম টুইটে লেখেন, লিখেছেন, ‘দিল্লির কনসার্টটি আমাকে বাতিল করতে হয়েছে। আমি আসামের ছেলে, এখানে বড় হয়েছি। আসাম কাঁদছে, কারফউতে পুড়ছে মানবতা। এই মুহূর্তে কনসার্টে গান করার মানসিকতা আমার নেই।’ তবে পাপন আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা পরবর্তীতে এই কনসার্টের তারিখ ঘোষণা করবেন, যাতে টিকিট ক্রয় করা কাউকে বঞ্চনার শিকার না হতে হয়। পাপনের গাওয়া গানের মধ্যে- ‘মোহ মোহ কে ধাগে’ (দম লাগা কে হেইশা), ‘জিয়েই কিঁউ’ (দম মারো দম), ‘কিঁউ’ (বরফি!), ‘হামনাভা’ (হামারি আধুরি কাহানি) প্রভৃতি উল্লেখযোগ্য।