দিবালা-রোনালদো নৈপুণ্যে ইউভেন্তুসের দাপুটে জয়

40

নিয়মিত গোল করে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সঙ্গে নিজেকে খুঁজে ফেরা পাওলো দিবালা দীর্ঘদিন পর পেয়েছেন জালের দেখা। পাশাপাশি দুজনেই রাখলেন সতীর্থের গোলে অবদান। তাদের নৈপুণ্যে সেরি আয় ফ্রোসিনোনের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইউভেন্তুস।
ইউভেন্তুস স্টেডিয়ামে শুক্রবার রাতে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলের দলটিকে ৩-০ গোলে হারায় মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে ইউভেন্তুস। হাইভোল্টেজ সেই ম্যাচের আগে দারুণ এক জয় পেল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
একাদশে ফেরা দিবালার দুর্দান্ত এক গোলে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সেরি আয় ১২ ম্যাচ পর জালের দেখা পেলেন দিবালা।
১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোল লিওনার্দো বোনুচ্চির।
দারুণ ছন্দে থাকা রোনালদো ৬৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান। এই নিয়ে লিগে শেষ চার ম্যাচের প্রতিটিতে জালের দেখা পাওয়া রোনালদো এই সময়ে মোট পাঁচ গোল করেছেন। আসরে তার মোট গোল হলো সর্বোচ্চ ১৯টি।
২৪ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা নাপোলি ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৩।