‘দিন : দ্য ডে’ দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নাই: মিশা

6

বিনোদন ডেস্ক

গেল ঈদে দেশের সবচেয়ে বেশি হলে মুক্তি পায় অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। ১০০ কোটির বেশি বাজেটের এই সিনেমায় অনন্তের বিপরীতে আছেন বর্ষা। সিনেমাটি মুক্তির পর আলোচনা-সমালোচনা সবই হয়েছে। এবার সেই পালে নতুন হাওয়া দিলেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। মিশা মনে করেন, ‘দিন: দ্য ডে’র মতো সিনেমা নির্মাণ করলে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বিন্দুমাত্র লাভ নেই। এই অভিনেতা বলেন, ‘এই সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই। ১২০ কোটি টাকার সিনেমা আমাদের এখানে বানানো সম্ভব নয়। এত টাকার সিনেমা চলবে কোথায়, টাকাটা উঠবে কীভাবে? কাজেই এটা নিয়ে আমার কোনো মাথা-ব্যথা নেই। এ ছাড়া এই সিনেমায় প্রফেশনাল কোনো শিল্পী নেই। উনারা সাধারণত শৌখিন শিল্পী।’ মিশা সওদাগর আরও বলেন, ‘অনন্ত ভাই একজন বড় পর্যায়ের ব্যবসায়ী। তিনি একজন সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)। তার কারখানায় ১২ থেকে ১৩ হাজার লোক কাজ করে। তিনি ভালো লাগা থেকেই তার স্ত্রীকে নিয়ে সিনেমা বানান। এই সিনেমা দিয়ে আমার ইন্ডাস্ট্রির বিন্দুমাত্র লাভ নাই। ইন্ডাস্ট্রির লাভ ‘পরাণ’, ‘হাওয়া’, ‘শান’, ‘গলুই’ দিয়ে। ‘দিন: দ্য ডে’ শৌখিন প্রজেক্ট, ইন্ডাস্ট্রির প্রজেক্ট না।’
এবার ঈদে মুক্তি পাওয়া ‘দিন: দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। নানা সন্ত্রাসী গোষ্ঠী দমনে অভিযানে অংশ নেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।