দিনপ্রতি আয় ৪৮৬ কোটি টাকারও বেশি!

7

বিনোদন ডেস্ক

বিশ্ব চলচ্চিত্রের আয়ে ইতিহাস গড়ার পথে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। সিনেমাটি ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার আয় করে ৮ নম্বর তালিকায় রয়েছে, যা বাংলাদেশি টাকায় ১৩ হাজার ১৪৮ কোটির বেশি। গত ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পায় সিনেমাটি। গত ২৭ দিনে এটি প্রতিদিন আয় করেছে ৪৮৬ কোটি টাকার বেশি। সিনেমাটির সাফল্যের গল্প ভারী হলেও করোনার মধ্যে মুক্তির নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভ্যারাইটি সূত্রে জানা যায়, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি ঘরানার ‘নো ওয়ে হোম’ সিনেমাটি দেশের মধ্য আয় করে ৬৬৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজারে আয় করে ৮৬৭ মিলিয়ন ডলার। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ সিনেমার পর যা নতুন রেকর্ড। করোনার কারণে এ সময় অনেক বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়া হয়নি। এদিকে বিশ্বব্যাপী আয় করা বিভিন্ন সিনেমার মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে ‘দ্য লায়ন কিং’।