দিনদুপুরে বিমানবন্দর থেকে সাড়ে ৭শ’ কেজি সোনা লোপাট!

19

‘ফাস্ট ফাইভ’ সিনেমার কথা মনে আছে? কিংবা ‘ইটালিয়ান জব’, ‘ডেন অব থিভস’? দিনদুপুরে সবার সামনে থেকে সোনাদানা ডাকাতির কাহিনি নিয়ে সিনেমার অভাব নেই। তবে, সেগুলো যে শুধু সিনেমা নয়, বাস্তবতারও অংশ- তা আবার মনে করিয়ে দিল ব্রাজিলের একটি ডাকাত দল। মাত্র তিন মিনিটেই বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৭শ’ কেজি সোনা নিয়ে কেটে পড়েছে তারা। গত ২৫ জুলাই সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। এটিকে বলা হচ্ছে, দেশটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ডাকাতির ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ডাকাতরা পুলিশভ্যান নিয়ে গাওরালোস (সাও পাওলো) বিমানবন্দরে প্রবেশ করে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, গাড়ি থেকে চার জন নেমে আসেন। তাদের সবাই পুলিশের পোশাক পরা ছিলেন। একজনের হাতে বন্দুক ছিল। বিমানবন্দর প্রেস অফিস জানায়, ছদ্মবেশী ডাকাতরা ভেতরে ঢুকেই বিমানবন্দরকর্মীদের বিভিন্ন আদেশ দিতে থাকেন। তাদের এক জন ফোর্কলিফটে করে একটি বাক্স ওই পুলিশভ্যানে তোলেন।
বক্সটিতে প্রায় সাড়ে ৭শ’ কেজি সোনার বার ছিল, যার বাজার মূল্য ৩০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২শ’ ৫৩ কোটি টাকা)। সেগুলো জুরিখ ও নিউ ইয়র্কে নেওয়া হচ্ছিল। দেশটির পুলিশ প্রধান জোয়াও কার্লোস মিগুয়েল হিউব সাংবাদিকদের বলেন, এটি সুসংগঠিত চক্রের কাজ। অবশ্যই এটা তাদের প্রথম ডাকাতি নয়।