দায়িত্বশীল বখাটে

25

 

জাতির ভাগ্য নিয়ে যাঁদের কারবার, তাঁরা দায়িত্বশীল মানুষ। তাঁদের কথার ওজন শিমুল তুলার মতো হালকা হতে পারেনা। তাঁদের কথা হবে পাথরের মত ভারী। কথার নড়চড় থাকবেনা- সফলতার ফসলে ভরিয়ে তুলবো, জাগাবে আগামী রঙিন স্বপ্ন। কিন্তু আমরা কি দেখতে পায় ? ক্ষমতার দাপটে মানুষকে মানুষ ভাবা দুরে থাক যাবতীয় গর্হিত কর্মে শিরোমনি হয়ে নানা অনিয়মে জড়িত হয়ে সমাজের ক্ষতি সাধন করে। দুর্ভাগ্য জাতির! দুর্ভাগ্য আমাদের! সময়ে এরা সমজদার। খুবই মিষ্টি মধুর বচন, শব্দও শ্রæতিমধুর ভাষায় লোক টেনে নানা ফন্দির ঝিকর তুলে। মুখচেনা এররকম দায়িত্বশীল জন আপনার আমার খুবই কাছে থাকেই। এদের চিনুন। কথার মালায় বক্তব্য, চেয়ার আগলে দুঃসহ ফন্দি ফিকির ও দৌরাত্বের রকম সকম চেষ্টায় থাকে অবিরত। বলা যায় মিষ্টি মুখের দুষ্ট লোক। গর্হিত কর্ম তার মুখ্য লক্ষ্য। ভন্ডামীর পাঠ গুছাতে নানা ক্রীয়া কর্মে পদচারনা। অতএব সাবধান! দায়িত্বশীল বখাটে থেকে নিজ দায়িত্বে দুরে থেকে ভালো মন্দ বিবেচনা করুন। মনে রাখবেন………
আমার আঙিনা রঙিত হোক অবিরত
স্বর্গ নামুক প্রেম মহত্বে পরিমত।