দালাল নয় সাহায্যকারী

7

 

দালাল শব্দটা একটু শ্রুতিকটূ। বাজারে গরু-ছাগল কিনতে গেলে তখন কোত্থেকে দালাল চলে আসতো। গেরস্থকে বিভিন্নভাবে প্রভাবিত করতো, নিজেই দাম চড়িয়ে দিত। এতে এরা কিছু কমিশন পেতো। এখন ব্যবসাবাণিজ্য করতে গেলে বেশি চালাকি করতে গিয়ে মালিক নিজে আসলেও সংশ্লিষ্ট কিছু লোক আছেন, যাদের কমিশন রেখে দিতে হয়, নইলে আপনি যতই ভালো জিনিস দেন, ব্যবহারকারী বলে দিবে, জিনিসের কোয়ালিটি নিম্নমানের। আর, কমিশন যারা খায়, তারা নিম্নমানের জিনিসকেও কোয়ালিটি সার্টিফিকেট দিয়ে দেয়। কিন্তু কিছু ক্ষেত্রে এদের গালাগালসূচক দালাল না বলে সাহায্যকারী হিসেবে অভিহিত করা যায়। যারা মানুষকে ঠকিয়ে আয় না করে সাহায্য করে আয় করেন, তাদের সরকারিভাবে স্বীকৃতি দিলে কিছু মানুষের কর্মসংস্থান হয়, বেকারত্বের জীবনে তাদের জীবনে স্বস্তি আসে। যেমন পাসপোর্ট অফিসে পাসপোর্টপ্রার্থী সবাই লেখাপড়া জানেন না, এ সংক্রান্ত ফরম পূরণে সামান্যতম ভুল হলে পাসপোর্ট পাওয়া দুরূহ হওয়া যায়। বি আর টি এর ক্ষেত্রেও একই কথা খাটে। কিছু মানুষ এটা পেশা হিসেবে নিয়ে সংসার চালাচ্ছেন, তারা যদি কারো ক্ষতি না করে, কাউকে না ঠকিয়ে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে মানুষকে সহায়তা করে কিছু আয় করেন, তাদের দালাল হিসেবে অপদস্ত না করে কাজের স্বীকৃতি দিয়ে অন্নসংস্থানের সুযোগ দিলে অনেক মানুষ অফিসিয়াল হয়রানি থেকে রক্ষা পাবে।