দারুল মুস্তফা মাদ্রাসার সালানা জলসা সম্পন্ন

14

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ) বলেছেন, শুধু সন্তানদেরকে শিক্ষাঙ্গনে পাঠিয়ে দায়িত্ব সারলে হবে না, তারা ঠিকমতো পড়াশোনা করছে কিনা তাও অভিভাবকদের দেখতে হবে। সতর্ক দৃষ্টি রেখে আদর যত্ন শাসন ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সন্তানদেরকে আদর্শ সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ২৮ মার্চ চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার ৬ষ্ঠ সালানা জলসা, ঈদে মিলাদুন্নবী (দ.), বিশে^র সকল আউলিয়া কেরামের ওরশে পাক উপলক্ষে দুইদিনব্যাপী সালানা জলসার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা হাফেজ সোলাইমান আনসারী (মাজিআ)। আলোচক ছিলেন প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। মুহাম্মদ মিনহাজুল অবেদীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা মোরশেদুল আলম। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইয়াকুব, শাহ্জাদা মহিউদ্দিন জিলানী, সোলাইমান আলকাদেরী, মাওলানা ফোরকান উদ্দিন নূরী, মাওলানা নুরুল হক আলকাদেরী, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সেকান্দর হোসেন, মুহাম্মদ সালামত আলী, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ টিপু সুলতান, দিদারুল আলম, আবুল হাশেম সও, মুহাম্মদ ইদ্রিস সওদাগর, এমদাদ হোসেন, মুহাম্মদ নুরুল হায়দার প্রমুখ। শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর পরিচালনায় সালাত সালাম শেষে মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। বিজ্ঞপ্তি