দারুল ইরফান রিসার্চ জার্নাল প্রকাশিত

3

 

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে ‘দারুল ইরফান রিসার্চ জার্নাল’ গবেষণা সাময়িকী প্রকাশ করা হয়েছে। ৬ অক্টোবর দুপুরে নগরের খুলশী এলাকায় মাইজভান্ডারী খানকা শরীফে মোড়ক উন্মোচন করেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাÐারী। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং ট্রাস্টি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। অতিথি ছিলেন ই-কনফারেন্স কমিটির কনভেনর এবং ঢাবি অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, চবি সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. খসরুল আলম কুদ্দুসী, কো-কনভেনর ড. মোহাম্মদ শেখ সাদী, ড. মো. জাফর উল্লাহ, মেম্বার সেক্রেটারি এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কাজী সাইফুল আচফিয়া, চবি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো. শাহিনুর রহমান, লুৎফুর নাহার ও নাজনীন সরকার। উপস্থিত ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান, ইন্টাপোর্ট শিপিং এজেন্ট লিমিটেড এর পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী এবং শফি মোটরস লিমিটেড এর স্বত্ত¡াধিকারী সৈয়দ ফজলুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি