দাভোস সম্মেলন একে অপরকে বিঁধলেন ট্রাম্প-গ্রেটা

33

মতের মিল না হওয়ায় একে অপরের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন করে বিশ্বের সাড়া জাগানো সুইডিশ তরুণী গ্রেটা থানবার্গ। সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনে ফের একবার মুখোমুখি হয়েছেন তারা। সম্মেলনের বক্তৃতায় নাম উল্লেখ না করে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলেছেন।
মঙ্গলবার থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় গ্রেটার নাম উল্লেখ না করে বলেন, আগামী দিনের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হলে আমাদেরকে জলবায়ু নিয়ে যারা সবসময় ‘অশুভ কিছু ঘটা’ এবং বিশ্বে ‘বিপর্যয় ঘনিয়ে আসার’ চিন্তা করে তাদের প্রত্যাখ্যান করতে হবে।
জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে তিনি আগামী দশ বছরে এক ট্রিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। আধা ঘণ্টার বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প পরিবেশকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। এসময় ট্রাম্প জলবায়ুকর্মীদের ‘নৈরাশ্যবাদী’ আখ্যা দিয়ে বলেন, এটি নেতিবাচক নয়, ইতিবাচক চিন্তার সময়।