দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে

18

 

গত ১৩ জানুয়ারি স্টেশন রোডস্থ একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের গামের্ন্টস সেক্টরের উদ্যোগে হাজেরা বেগম তানিয়ার সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রম আদালতের চট্টগ্রাম-এর বিচারিক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. এম. নাজিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ সু-সংগঠিত না হলে দাবি আদায় করা অসম্ভব। এক শ্রেণির পুঁজিপতি মালিকেরা শ্রমিকদের শোষণ করে কোটিপতি বনে যান। কিন্তু শ্রমিকেরা না খেয়ে অনাহারে দিন যাপন করেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি কমিশন অনুযায়ী প্রাপ্ত মজুরিতে দৈনন্দিন জীবন যাপন করা অসম্ভব। তাই সরকারের প্রতি নতুন মজুরি কমিশন ঘোষণার দাবি জানাচ্ছি। এ সময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মো. ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, আনোয়ারুল আজিম সবুজ, সহ সম্পাদক ইব্রাহিম ফরাজি, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, শিক্ষা ও গবেষণা সম্পাদক এড. মো. ইকবাল হোসেন, উপদেষ্টা আতাউর করিম বাবুল, গামের্ন্টস সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিহাল, সহ সভাপতি মো. হাবিব, অরুন দাশ, মো. আজম, মো. বাব্বি, লাভলী, তাসলিমা প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, গামেন্টর্স ফ্যাক্টরিগুলোতে মালিকের ম্যানেজার ও সুপারভাইজার সহ এক শ্রেণির দালালেরা শ্রমিকদের রক্ত শোষণ করতে চায়, ঐ দালালদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হলে সংগঠনের পতাকাতলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।