দাতা হাজী মুহাম্মদ মহসিনের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে

248

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাব্রতী, সমাজসেবক, দানবীর হাজী মো. মহসিনের জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে গত ১০ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর কদম মোবারক এম,ওয়াই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। এতে মুখ্য আলোচক লেখক, সাংবাদিক কামাল উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লেখক ও সংগঠক মোঃ কামাল উদ্দীন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ, শিক্ষক অজিত কুমার শীল, রাজনীতিবিদ জসিম উদ্দীন চৌধুরী, সংগীত শিক্ষক অচিন্ত্য কুমার দাশ, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, সংগঠক কবি সজল দাশ, সাংবাদিক আকাশ ইকবাল, কামাল হোসেন, সংগঠক এম, নুরুল হুদা চৌধুরী, সংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, রতন ঘোষ, শ্রাবন্তী দাশ, ছবির আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হাজী মোহাম্মদ মহসিনের জীবন প্রজন্ম থেকে প্রজন্ম উৎসাহ ও শিক্ষা দিয়েছে। যিনি নিজের জীবনের বিলাসিতার চিন্তা না করে প্রজন্মকে শিক্ষিত করার জন্য নিজের সমস্ত সম্পত্তি শিক্ষার জন্য দান করে গেছেন। তিনি আরো বলেন হাজী মোহাম্মদ মহসিনরায় আমাদেরকে শিক্ষার জন্য বিশাল অবদান রেখে গেছেন যা ইতিহাসেও বিরল। হাজী মোহাম্মদ মহসিন শুধু দানবীর নয় একজন মহান ও প্রতিভাসম্পন্ন মানুষ হিসেবে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। সভার মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন ইতিহাসে দাতা হাজী মুহাম্মদ মহসিনের নাম চিরস্মরণীয়। হাজী মুহাম্মদ মহসিন যিনি দানশীলতার জন্য দানবীর খেতাব পেয়েছিলেন। যে দানে কোন প্রত্যাশা ছিল না, ছিল মানব কল্যান। সুশিক্ষার মাধ্যমে জাতিকে উন্নত করার প্রয়াস ছিল এই দানে। দানের ক্ষেত্রে আজো আমরা তুলনা অর্থে হাজী মুহাম্মদ মহসিন এর দৃষ্টান্ত ব্যবহার করে থাকি। অঢেল সম্পত্তির মালিক হওয়া সত্তে¡ও মহসিন ছিলেন নির্লোভ, নিরহংকারী ও ধার্মিক। চিরকুমার আজীবন কাজ করে গেছেন মানুষের কল্যাণে। বিজ্ঞপ্তি