দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচন চাই

37

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাসদ এখনো নিবন্ধন পাই নাই এটা অত্যন্ত দুঃখ ও লজ্জার বিষয়। এদেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে বাংলাদেশ জাসদের অগ্রণী ভূমিকা ছিল। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাসদ রাজপথ প্রকম্বিত করছে। বাংলাদেশ জাসদের নিবন্ধন চাই, স্থানীয় সরকার নির্বাচন ‘উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ’ দলীয় মার্কামুক্ত চাই এবং সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাসদ চট্টগ্রামের এক মানববন্ধন অদ্য দোস্ত বিল্ডিং চত্বরে বিকাল ৪টায় বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন, জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক, মাহবুবুল হক, মহানগরের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী, হায়দার আলী, আবদুল লতিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ, উত্তর জেলার সহ-সভপতি সৈয়দ জাফর হোসেন, আবু জাফর মাহমুদ, ওবায়দুল হক ও নুরুল হক। খবর বিজ্ঞপ্তির