দলকে তৃণমূলে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ

6

গত ৮ মে চট্টগ্রাম প্রেসক্লাব এফ রহমান হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৪ মে নগরীর জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভা সফল করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
সভায় দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। কার্যকরি কমিটির সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এ কে এম সিরাজুল ইলসাম চৌধুরী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি এস এম আবুল কালাম, সহ-সভাপতি এম আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনসুর, চট্টগ্রাম প্রেসক্লাব সাবেক সভাপতি আবু সুফিয়ান, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল মতিন চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, কার্যনির্বাহী সদস্য মো: নুরুল আলম, এম এ মোতালেব, আ ক ম সামশুজ্জামান চৌধুরী, ওমর ফারুক চেয়ারম্যান, চেয়ারম্যান নাছির আহমদ, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মোহাম্মদ মুছা, ছিদ্দিক আহমদ বি.কম, আয়ুব আলী, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান শিবলী, এ কে আজাদ, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পটিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্নফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগের যুগ্ম আহবায়ক এড: কামেলা খানম রূপা প্রমুখ। বিজ্ঞপ্তি