দর্শক উচ্ছৃঙ্খলতায় বাফুফের জরিমানা

32

বছরের শুরুটা দুঃসংবাদ দিয়ে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা থেকে জরিমানা গুনতে হচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবককে। বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে প্রাচীর টপকে মাঠে দর্শক প্রবেশ করার ঘটনায় বাফুফেকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বিশ্বকাপ বাছাইয়ে কাতার-বাংলাদেশ ম্যাচ শেষে গ্যালারি থেকে দর্শকরা প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়ে। পরে মাঠের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা দর্শকদের বের করে দেয়। সেই ছবি ম্যাচ কমিশনার জমা দেয় ফিফার ডিসিপ্লিন কমিটিতে। এই জন্য ১৫ হাজার সুইস ফ্রা (১৩ লাখ টাকা) জরিমানা করে ফিফা।