দর্শকবিহীন ক্রিকেট, কনে ছাড়া বিয়ের মত : শোয়েব

47

স্থবির অবস্থা ভাঙতে শুরু করেছে। করোনাভাইরাসের প্রকোপে বন্দি অবস্থা কাটিয়ে মাঠে ফিরেছে ফুটবল। দুদিন আগে দর্শকবিহীন মাঠে ম্যাচ শুরু করেছে জার্মানির সর্বোচ্চ লিগ বুন্দেসলিগা। ক্রিকেটও মাঠে ফেরার অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে সবার আগে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট ফিরতে যাচ্ছে। কিন্তু খেলা মাঠে ফিরলেও বন্দি দশা এখনই কাটছে না। ফুটবলের অন্যান্য লিগের মতো ক্রিকেটের মাঠেও একই দৃশ্য দেখা যাবে।
দর্শকবিহীন মাঠে খেলা আয়োজনের ব্যাপারটি ঠিক মনে ধরছে না পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। অন্য সবার মতো লকডাউনের এই সময়ে শোয়েবও ইউটিউব ও হ্যালো অ্যাপের লাইভে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলছেন। তিনি বলেছেন, ‘দর্শকবিহীন মাঠে ক্রিকেট আয়োজন করা হয়তো বোর্ডগুলোর জন্য সম্ভব হবে। টিকে থাকার জন্য এটা জরুরী। কিন্তু আমার মনে হয় না এটা বাজারজাত করতে পারব আমরা। দর্শকবিহীন মাঠে ক্রিকেট খেলা কনে ছাড়া বিয়ের মতো। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করছি বছর খানেকের মধ্যে করোনার প্রভাব কেটে যাবে, সব স্বাভাবিক হবে।’ এরআগে ভারতের অধিনায়ক বিরাট কোহলিও ঠিক এমনটাই বলেছেন।