দরিদ্র পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ

142

 

সিএমপি ট্রাফিক বিভাগ :
গত ৫ এপ্রিল সকালে বন্দরনগরীর কোতোয়ালী থানাধীন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, চট্টগ্রামে এসআলম গ্রæপের সহযোগিতায় সিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় পরিবহন শ্রমিকদের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। এ কার্যক্রমের আওতায় সিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র তিন হাজার পরিবহন শ্রমিকদের পরিবারকে ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০.৫ কেজি লবন, ০.৫ লিটার সয়াবিন তৈল ও ০১টি সাবান সহ সর্বমোট ১১ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে। এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব মোঃ তারেক আহম্মেদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল) সভাপতি, জনাব মোঃ মুসা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল), সাধারণ সম্পাদক, জনাব অলি আহমদ, এসআলম গ্রূপের পিএস টু চেয়ারম্যান জনাব মোঃ আকিজ উদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সুকুমার চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌরাঙ্গ নিকেতন’র চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। কর্মসূচির ৬ষ্ঠ দিনে গত ৬ এপ্রিল সোমবার মোহরা ওয়ার্ডের দক্ষিণ মোহরা কৈবত্যপাড়া, পাঠানপাড়া, জেঠি রোড. ইস্পাহানি গেইট, মৌলভীবাজার গেইট, কামাল সাহেবের বাড়ি এলাকা, ব্রাহ্মণসাই পাড়া, চররঙ্গামাটিয়া স্কুল, সিএমবি আটগাছ এলাকা সহ বিভিন্ন এলাকায় করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
উলে­খ্য, এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এ ব্যাপারে উদ্যোক্তা শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। আবার অনেকে নিজ নিজ বাসায় অবস্থান করায় বেকার হয়েছে। এজন্য সরকারের পাশাপাশি আমি এই সহযোগিতা প্রদান করে আসছি। সাধারণ মানুষ কর্মমুখী না হওয়া পর্যন্ত এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফয়সাল চৌধুরী, মো. আবুল কালাম, মো. ইলিয়াস, পংকজ চৌধুরী. সমিরন মলি­ক, সমিরন দাশ, খালেদ চৌধুরী, যীশু চৌধুরী, মামুনুর রশিদ মামুন, মিশু চৌধুরী, আশফাক হোসেন খান, দীপু ধর, সরন মলি­ক, মো. আজিম, সাগর দাশ, একান্ত সেন অর্ঘ, মো. তৈয়ব, রাহুল দাশ, জাবেদুল ইসলাম, নবিউল জামশেদ, রাজু চৌধুরী, পিন্টু চৌধুরী, সঞ্জয় চৌধুরী, নিউটন চৌধুরী প্রমুখ।
ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন :
নগরীর রুবিগেইট, সার্জান কলোনী, বালুকা সহ আসে পাশের এলাকাগুলোতে সম্প্রতি ত্রাণ বিতরন করেছেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন। এ সময় ১০০ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটু, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম মানিক, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হোসেন প্রমুখ।
তারুণ্যের উচ্ছ্বাস :
করোনায় বিপর্যস্ত জনজীবন। কর্মহীন এ সময়ে সবচেয়ে বেশী বিপদগ্রস্ত স্বল্প আয় ও দিনমজুর পরিবারগুলো।
এমন অসহায় ১৫০টি পরিবারের পাশে প্রযোজনীয় খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। গত ৪ এপ্রিল শনিবার করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা চট্টগ্রামের মতিঝর্ণা, নাজিরপাড়া, গোয়ালপাড়া, ডিসি রোড, রঙ্গীপাড়া, হালিশহর, ফিরোজশাহ, বহদ্দারহাট, ঢেবার পাড় ও চকবাজার এলাকায় তালিকা করে ১৫০টি পরিবারে এক সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, তেল, লবন, পেয়াজ ও চিড়া এবং জীবানুনাশক সাবান সবার বাসায় বাসায় পৌছে দিয়েছে তারুণ্যের উচ্ছ্বাসের সদস্যরা।
মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স :
এক ঝাঁক তরুণ-তরুণী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত অনলাইনভিত্তিক সংগঠন ‘মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স’ এর উদ্যোগে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার হতদরিদ্র ও অসহায়দের মঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ৪ এপ্রিল উত্তর জেলার রাউজান ও হাটহাজারীসহ বিভিন্ন উপজেলার সরকারহাট, মেখল, উত্তর মাদার্শা, নন্দীরহাটসহ বিভিন্ন গ্রামের বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় নেতৃবৃন্দ করোনা ভাইরাসের সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং করোনা মোকাবেলায় সরকারের নির্দেশ অনুসারে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, সমাজসেবক এহসান উল্লাহ জাহেদী, গাজী মোহাম্মদ মাঈন উদ্দিন, পরিতোষ শীল, মো. হাবিব, মো. কামরুল।
বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন চৌধুরী মো. জামান, মো. শাহাদাৎ হোসেন, মো. ইমতিয়াজুল হক, মো. আবদুল আজিজ, মো. আরিফ আহমেদ, সংগঠনের মডারেটর মো. জুলাল, এস.এন আরিফ, মো. জাহেদ, মো. সাইফুল্লাহ, বৃষ্টি, আরজু, জাহানারা, তাসনিয়া, আয়েশা, জুলি প্রমুখ।
যুবলীগ নেতা জাভেদ হোসেন খাঁন :
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে কর্মহীন খুলশী থানাধীন তুলাতলী এলাকায় প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৪ এপ্রিল সকালে তুলাতলি মসজিদের সম্মুখভাগে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাভেদ হোসেন খাঁনের পক্ষ থেকে এসব হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলশী থানা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. মুরিদুল আলম লিটন। উপস্থিত ছিলেন, মো. উজ্জল,মো.নাছিরসহ এলাকার ব্যক্তিবর্গ। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সাবান ও লবন।
লটন ধর ও লিটু ধরের খাদ্যসামগ্রী বিতরণ :
মরণঘাতি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব যখন লগডাউন, আমাদের দেশে যখন মহামারীর পরিস্থিতি ঠিক তখনি দেশ নেত্রী শেখ হাসিনা নির্দেশনায় মোহরার অধীনস্থ ১৮০টি হত দরিদ্র অসহায়, পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুধাম ধর (সুনীল) এর সুযোগ্য পুত্রদ্বয় তরুন সমাজসেবক ও দানবীর মোহরা বাণী মিলন সংঘের পৃষ্ঠপোষক লিটন ধর ও লিটু ধর।
গতকাল বিকাল ৩ ঘটিকায় মোহরা বাণী মিলন সংঘের মাঠ প্রাঙ্গনে কার্যকরী পরিষদের সভাপতি রানা মজুমদারের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন সুধাম চন্দ্র ধরের সহধর্মিণী শ্রীমতি নিয়তি বালা ধর, কার্যকরী পরিষদের উপদেষ্টা কৃষ্ণপদ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক অভি চৌধুরী তমাল, সহ সভাপতি পিযুষ চৌধুরী জয়, সুমন সেন, শিবু ধর, প্রদীপ ঘোষ লক্ষণ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনি চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রানা চৌধুরী, সুমন চৌধুরী যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিঠুন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সাজু সেন, রানা দে, রাজীব চৌধুরী, শুভ ভট্টাচার্য্য, রিমেল সেন, নিশান দে, রকি চৌধুরী, নয়ন বৈদ্য, নিউটন দে, ইমন মিত্র, সুবেল দে, জুয়েল দেওয়ানজী, অমিত দে, মিলটন দেসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে চাউল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ১ কেজি, তৈল ১লিটার, লবন ১ কেজি, সাবান ১টি।
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ :
করোনার প্রভাবে কাজ হারিয়েছেন অনেকেই। সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন ভাসমান মানুষ এবং শ্রমজীবীরা। এসব দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা।
সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে পাশ করা শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এগিয়ে এসেছেন হতদরিদ্রদের সহায়তায়। প্রথমেই চট্টগ্রামের আসাদগঞ্জ, পলিটেকনিক্যাল, বাকলিয়া, ঘাটফরহাদবেগসহ বিভিন্ন এলাকার ১৫০টি পরিবারের তালিকা করা হয়। এরপর ৫ এপ্রিল রোববার দিনভর অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী। ১৫ কেজির প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আটা, আলুসহ শুকনো খাবার তুলে দেওয়া হয় অসহায় মানুষের হাতে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আবদুল­াহ মোহাম্মদ তারেক, তারেকুর রহমান, ইমদাদুল ইসলাম নোমান, ইরফানুল কবির, মোহাম্মদ মাহি, মোহাম্মদ আলমগীর, এস এম নাঈম উদ্দিন, জুম্মান বিন ওবায়েদ সাব্বির, মোহাম্মদ আসিফুজ্জামান প্রমুখ।
আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন এবং চন্দনাইশ পৌরসভা এজাহার মিয়া গং হারলা-দক্ষিণ জোয়ারা জামে মসজিদ ওয়াকফ এস্টেটকৃত মুসল্লী কমিটির যৌথ উদ্যাগে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দী, কর্মহীন মানুষের মাঝে ৫ এপ্রিল, রবিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এজাহার মিয়া গং হারলা-দক্ষিণ জোয়ারা জামে মসজিদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী মুহাম্মদ বদিউল আলম, মুসল্লী কমিটির আহবায়ক সামসুল ইসলাম মেম্বার, চন্দনাইশ পৌরসভা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ বদিউল আলম, গাউসিয়া কমিটি ৬নং ওয়ার্ড শাখার উপদেষ্টা মাওলানা হাফেজ আহমদ আল-কাদেরী, সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ্ব আবদুল কাদের, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, নজরুল ইসলাম সওদাগর, মাওলানা মুখতার হোসেন শিবলী, হাফেজ মুহাম্মদ জাবেদ, ইকবাল, নুরুল আলম, বোরহান উদ্দিন চৌধুরী, সাকিব, শাহ আলম, আবদুল মজিদ প্রমূখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে নেতৃবৃন্দরা বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন ভাবে দিন যাপন করছেন খেটে খাওয়া দিন মজুর সহ-নিম্ন আয়ের মানুষ গুলো অনেকটাই অসহায়।
এমন পরিস্থিতিতে ঘরবন্দী মানুষ গুলোর পাশে দাঁড়ানো সকল মুসলমানদের ঈমানী দায়িত্ব। বর্তমান দেশের এ সংকটাপন্ন মুহুর্তে নিজের পরিবার ও দেশকে নিরাপদ রাখতে সমাজের প্রত্যেক নাগরিক’কে সচেতন হওয়ার পাশাপাশি মধ্যবিত্ত, কর্মহীন, অসহায় মানুষ গুলোর মাঝে দাঁড়ানো সমাজের প্রতিটি বিত্তবানদের প্রতি আহবান।
তৃণমূল এনডিএম :
করোনাভাইরাসের প্রতিরোধে ‘ঘরে থাকুন’ কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে তৃণমূল এনডিএম। দেশ কার্যত লকডাউন পরিস্থিতিতে আয়ের পথ বন্ধ হওয়ায় খাদ্য সংকটে থাকা এসব মানুষকে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী। ব্যক্তিগত উদ্যোগে তিনি গত ১০/১২ দিন চট্টগ্রামের বিভিন্নস্থানে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। খোকন চৌধুরী বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। আর এখন সংকটকালীন সময়ে তাদের পাশে থাকা আরো বেশি দরকার।
আমি মনে করি সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলকে এসব অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি আজ ৫ এপ্রিল রবিবার তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে করোনায় গৃহবন্দি অসহায় মানুষের নিকট ১১নং ওর্য়াড়, দক্ষিণ কাট্রলী শীল পাড়া, কালী বাড়ীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, দিলীপ দাশ, সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহবায়ক নুরুল কবির শাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, মহানগর মহিলা নেত্রী সুলতানা বেগম রুপ, হাটহাজারী নেতা যিশু দেবনাথসহ অনেক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি