দরিদ্রদের মাঝে শিল্পপতি সুকুমার চৌধুরীর ইফতার সামগ্রী বিতরণ

178

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গৌরাঙ্গ নিকেতন’র চেয়ারম্যান শিল্পপতি সুকুমার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে মরণঘাতী করোনা ভাইরাসের কারণে নগরীতে কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২২ এপ্রিল (বুধবার) উত্তর মোহরা, তাজ মাঝির বাড়ি, হাবীব উল্ল্যাহ চৌধুরী বাড়ি, স্বরূপ খান চৌধুরী বাড়ি, জেবল কাজীর বাড়ি, খালের পাড় সহ বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে রমজান মাসের বিশেষ উপহার ত্রাণ সামগ্রী (২ কেজি ছোলা, ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, আধা লিটার তেল, আধা কেজি লবণ) ইত্যাদি বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রী ডোর টু ডোর বিভিন্ন এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছেন গৌরাঙ্গ নিকেতন’র সদস্য, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, চান্দগাঁও থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ ব্যাপারে উদ্যোক্তা শিল্পপতি সুকুমার চৌধুরী বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও লকডাউন চলছে। আপনার ঘরে থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের পাশেই আছি। সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটা ক্ষুদ্র প্রয়াস। মাসব্যাপী শ্রমজীবী ও হতদরিদ্রদের জন্য সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মো. ফয়সাল, মো. কালাম, সমীরণ মল্লিক, পংকজ চৌধুরী (সিনিয়র), মিশু চৌধুরী, মো. আজিম, মো. শফি, মো. রোকন, স্বরণ মল্লিক, মো. মঞ্জু, মো. পারভেজ, মো. হারুনুর রশিদ, শওকত হোসেন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা সন্তোষ নন্দী, রাজেশ সৌমিক, মিঠু চৌধুরী, আকাশ চৌধুরী, সঞ্জয় চৌধুরী, পিন্টু চৌধুরী, রাজু, সুমন, বাবু, ইমন, সমর, তামিম, জুয়েল, রাজীব, আরমান, আদিত্য প্রমুখ। বিজ্ঞপ্তি