দরবারে হাশেমিয়ায় ঈদে মিলাদুন্নবী সেমিনার উদ্বোধন

2

 

গোলজার হাশেমী ট্রাস্ট এর অঙ্গসংগঠন আনজুমানে মুহিব্বানে রাসুল (দ.) গাউছিয়া জিলানী কমিটির ব্যবস্থাপনায় ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) কর্তৃক দেশে প্রথম প্রবর্তিত ঐতিহাসিক ১২ দিনব্যাপি ৪৪তম আন্তর্জাতিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের শুভ উদ্বোধন করা হয় ৮ অক্টোবর বাদ আছর। নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও, জালালাবাদস্থ দরবারে হাশেমিয়া আলিয়া শরীফের মাহফিলখানায় আয়োজিত ১২ দিনব্যাপী মাহফিল উদ্বোধন করেন জানশীনে ইমামে আহলে সুন্নাত অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী। ১ম দিবসে বক্তব্য দেন আল্লামা মুহাম্মদ ইব্রাহিম হানাফী, ড.এ.এস.এম বোরহান উদ্দীন আলকাদেরী, মাওলানা ইদ্রিছ আনছারী, মাওলানা নুরুল আবছার আনসারী, মাওলানা নুরুচ্ছফা আল কাদেরী।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কাযী আবুল বয়ান হাশেমী বলেন, মহানবী (দ.) শুভাগমনের দিন ১২ রবিউল আউয়ালকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) অতীব গুরুত্বের সাথে পালন করে মুসলিম বিশ্ব। মহানবী (দ.) কে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন অর্থাৎ, সব নবী ও রাসুলগণের সর্দার। তিনি ছিলেন নিখিল বিশ্বের নবী। তিনি প্রেরিত হয়েছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। মানবতার মুক্তির দূত হয়ে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য নিয়ে এসেছিলেন শান্তির অমোঘ বার্তা। বিশ্বনবী হযরত মুহাম্মদ (দ.) এক অতুলনীয় আদর্শ। তিনি বলেন, মহানবী (দ.) এর প্রকৃত শিক্ষা সর্বস্তরের মুসলিম জনগণ, বিশেষ করে তরুণ সমাজের অন্তরে প্রকৃত নবীপ্রেম ও আদর্শ প্রতিফলনের উদ্দেশ্যে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) এই দেশে প্রথম প্রবর্তিত ঐতিহাসিক ১২ দিনব্যাপী এই পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের আয়োজন করেছিলেন। তিনি মাহফিল সুসম্পন্ন করার লক্ষ্যে অতীতের মতো সবরকমের সহযোগিতা প্রদানে সুন্নী মুসলমানদের প্রতি আহব্বান জানান। বিজ্ঞপ্তি