দরবারে গারাংগিয়া বাঁশখালীর ইছালে সাওয়াল মাহফিল

34

 

তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের প্রধান উপায় হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হলো অন্তর সংশোধন, খাঁটি করা, পাপমুক্ত করা, কলুষমুক্ত করা। আল্লাহতায়ালার স্মরণ, আনুগত্য ও ইবাদত ব্যতিত অন্যসব অন্যায় কাজ থেকে অন্তর পবিত্র রাখাকে আত্মশুদ্ধি বলা যায়। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্যও আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে।
বাঁশখালীর রামদাশ মুন্সিরহাট বাজার সংলগ্ন নুরজাহান কনভেনশন হলে ১১ নভেম্বর দরবারে গারাংগিয়া যিকির মাহফিল পরিচালনা কমিটি বাঁশখালী শাখার উদ্যোগে বার্ষিক ৬ষ্ঠ মিলাদুন্নবী (স.), মাসিক যিকির ও ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই কথাগুলো বলেন। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্বে করেন খলিফায়ে গারাংগিয়া শাহ মাওলানা আহমদ নজির, শাহ সুফি মাওলানা ইসহাক হুজুর হযরত শাহ মাওলানা আব্দুল হক হক্কানী, হযরত মাওলানা শাহ্ আবুল হাশেম। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী, বাঁশখালী ইলশা বকসী হামিদ কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা হাফেজ আব্দুল মজিদ।
সকাল ১০টায় শুরু হয়ে ছয় অধিবেশনে ভাগ হয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় মাওলানা আনোয়ারুল আজিম গাজীর পরিচালনায় খতমে কুরআন, খতমে খাজেগান ও ইছালে সাওয়াব মাধ্যমে আরম্ভ হয়। মাহফিলে আলোচনা করেন শাহ মাওলানা ইউসুফ বিন নুরী, সফিউল হক জেহাদী, ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী, মাওলানা আব্দুল জব্বার, কারী মাওলানা হারুনুর রশিদ নুরী, শাহ্ মাওলানা হাফেজ নুর হোসেন, বিশেষ ওয়ায়েজেন মাওলানা মমতাজুল হক নঈমী, মাওলানা শাহাব উদ্দীন প্রমুখ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী। বিভিন্ন অধিবেশনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু রাশেদ মহিউদ্দীন ছিদ্দিকী, ডাক্তার ফররুখ আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, হযরত মাওলানা ইউসুফ ফারুকী, মাওলানা হাফেজ আব্দুল মজিদ, এস.এম.মহিউদ্দিন, এডভোকেট আ.ন.ম শাহাদত আলম।