দগ্ধ ৬ জন পেল চিকিৎসকের ছাড়পত্র

20

পূর্বদেশ ডেস্ক

সীতাকুন্ডে কেমিক্যাল ভর্তি কন্টেইনার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ রোগীকে ছাড়পত্র দিয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। গতকাল শনিবার বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন।
ছাড়পত্র পাওয়া দগ্ধ রোগীরা হলেন- ফারুক হোসেন (৪৭), ফারুক মিয়া (১৬), মইনউদ্দিন (৩২), মাগফারুল ইসলাম (৬৫), মাসুম মিয়া (৩২) ও ফরমানুল ইসলাম (৩০)। ছাড়পত্র পাওয়া ফরমানুলের সর্বোচ্চ ৩০ শতাংশ পোড়া ছিল।
সামন্ত লাল সেন বলেন, দগ্ধ ভর্তি ২১ রোগীর মধ্যে ৬ রোগীকে চিকিৎসার পর আজ (শনিবার) ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে রোগীরা ছাড়পত্র পাওয়ায় আমরা আনন্দিত। তবে ছাড়পত্র পাওয়া রোগীদের হাসপাতালে ফলোআপে থাকতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীতাকুন্ডের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসার সবসময় খোঁজ-খবর নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। খবর বাংলানিউজ।
ডা. সামন্ত লাল সেন জানান, সীতাকুন্ডের কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আরও ১৫ রোগী ভর্তি আছেন। এদের মধ্যে চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতির কারণে আইসিইউতে থাকা দুজনকে ওয়ার্ডে রেফার করা হয়েছে। ভর্তি ১৫ রোগীর মধ্যে ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে।
তিনি আরও জানান, সীতাকুন্ডের ঘটনায় দগ্ধ বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা ফায়ার ফাইটার গাউসুল আজমের মৃত্যু হয় কয়েকদিন আগে। বাকি দগ্ধরা চিকিৎসাধীন।
প্রসঙ্গত, গত ৪ জুন রাতে সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার কর্মীসহ অনেকের মৃত্যু হয়। আহত হন দুই শতাধিক মানুষ। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।