দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ২৩ আগস্ট শুরু

41

সৃজনশীল মাসিক পত্রিকা দখিনার আর্থিক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দখিনা-সিজেকেএস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আগামী ২৩ আগস্ট এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। ৯টি বিশ্ববিদ্যালয় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। গতকাল সিজেকেএস কন্ফারেন্স হলে আয়োজিত মত বিনিময় সভায় প্রত্যক্ষ লটারির মাধ্যমে ৯টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়। ‘ক’ গ্রুপে পড়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, পোর্টসিটি বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ‘খ’ গ্রুপের দলগুলো হচ্ছে সাদার্ন বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চুয়েট ও ইউএসটিসি। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ফুটবল সম্পাদক মো. ইউসুফ, সাঁতার কমিটির সম্পাদক এহেছানুল হায়দার চৌধুরী (বাবুল), বিশিষ্ট ফুটবল ব্যক্তিত্ব নজরুল ইসলাম লেদু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক যাহেদুর রহমান, সাদার্ন বিশ্ববিদ্যালয় এর প্রক্টর আলী ইকরামুল হক (রমি), টুর্নামেন্টের সমন্বয়কারী ও স্পন্সর প্রতিনিধি সাইফুল্লাহ্ চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।