দক্ষিণ রাঙ্গুনিয়ার ত্রাস রশিদ দুই বন্দুকসহ আটক

2

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দক্ষিণ রাঙ্গুনিয়ার ত্রাস হিসেবে পরিচিত; কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুর রশিদ (৩৫) কে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দু’টি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। তিনি একই এলাকার মৌলানা আবুল কাশেমের ছেলে। তবে তার আরেক সহযোগী পালিয়ে গেছে এবং এঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। তাকে গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানায়।
গতকাল রবিবার বিকেল সাড়ে চারটার দিকে পদুয়া ইউনিয়নের দূর্গম কমলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী এই সন্ত্রাসীকে আটক করে পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকা কমলাছড়িতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপরাধ সংগঠিত করে আসছে আটক রশিদ ও তার সহযোগীরা। রবিবার বিকেলে রশিদের সহযোগী আরেক সন্ত্রাসী পাশের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের মরারমূখ এলাকার মনির হোসেনের ছেলে মিজানসহ পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কমলাছড়ির একটি রাস্তার পাশে অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় আবদুর রশিদের কাছ থেকে দু’টি দেশে তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মো. মিজান পালিয়ে যায়।